ঈদের ছুটিতেও তারাগঞ্জ পঃ পঃ বিভাগের নিরবচ্ছিন্ন সেবা


শরিফা বেগম শিউলী, রংপুর প্রতিনিধিঃ 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক রংপুর জেলা তারাগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরি সেবা চালু রয়েছে। 


গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতাধীন গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা চালু রয়েছে। এ সময় সকল সেবা কেন্দ্রে জরুরি সেবা নিশ্চিত করা হয়েছে এবং উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে বিনামূল্যে সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা সুরভী আক্তার ও তারাগঞ্জ সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা হাবিবা কুলসুম জানান, ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময় উপপরিচালক স্যারের নির্দেশ ক্রমে আগত সেবা গ্রহীতাদের সেবা প্রদান অব্যাহত রাখি। প্রসব পরবর্তী সেবা নিতে আসা হাছিনা আক্তার জানান, ডাক্তার আপা ঈদের শুভেচ্ছা জানিয়ে আন্তরিকতার সহিত সেবা প্রদান করেন।  

তারাগঞ্জ শহরের থানাপাড়া থেকে সেবা নিতে আসা নিলুফা ইয়াসমিন জানান, আমি নিয়মিত পরিবার পরিকল্পনার সেবা গ্রহন করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ