১৩টি ভিন্ন ক্যাটাগরিতে সদস্য নিবে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা


চট্টগ্রাম বিভাগের নিপীড়িত, বঞ্চিত ও অধিকারহারা সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ‘চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)’ ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

সোমবার (১৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটির সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এই তথ্য জানান। তিনি জানান, চসাসের মূল লক্ষ্য হচ্ছে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক ঐক্য ও সহমর্মিতা জোরদার করা।


সদস্যতার ক্যাটাগরি ও যোগ্যতা:
সংস্থাটি যে ১৩টি ক্যাটাগরিতে সদস্য গ্রহণ করবে, তা হলো—
১. সাধারণ সদস্য: যিনি পেশাদার গণমাধ্যমে কমপক্ষে দুই বছর ধরে সাংবাদিকতা করছেন।
২. সহযোগী সদস্য: উপজেলা পর্যায়ের সাংবাদিক বা একই জেলায় কর্মরত একাধিক গণমাধ্যমকর্মী।
৩. ফ্রিল্যান্স সাংবাদিক সদস্য: যিনি নিয়মিতভাবে কনটেন্ট তৈরি করে গণমাধ্যমে প্রকাশ করেন।
৪. বিশেষ/সম্মানিত/দাতা সদস্য: প্রশাসন, সুশীল সমাজ কিংবা গণমাধ্যম সংশ্লিষ্ট খ্যাতনামা ব্যক্তিত্ব।
৫. অনারারি সদস্য: সদস্যদের নিকটাত্মীয়, যেমন—স্বামী, স্ত্রী বা সন্তান।
৬. অনারারি জীবন সদস্য: সংস্থার জন্য অসামান্য অবদান রাখা ব্যক্তি।
৭. গবেষণা ও প্রশিক্ষণ সদস্য: সাংবাদিকতা বিষয়ক গবেষক বা প্রশিক্ষক।
৮. প্রবাসী সাংবাদিক সদস্য: বিদেশে কর্মরত বাংলাদেশি সাংবাদিক।
৯. প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়া সদস্য: ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও মিডিয়া টেকনোলজিস্ট।
১০. নাগরিক সাংবাদিক সদস্য: সোশ্যাল মিডিয়া বা ব্লগে সক্রিয়ভাবে সাংবাদিকতা চর্চাকারী।
১১. আপদকালীন সদস্য: কোনো সংকটে থাকা সাংবাদিকদের জন্য অস্থায়ী সদস্যপদ।
১২. পৃষ্ঠপোষক সদস্য: সংস্থার কর্মকাণ্ডে অর্থায়নকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান।
১৩. সাহিত্যিক ও সাংস্কৃতিক সদস্য: গণমাধ্যম সংশ্লিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী।

আবেদন প্রক্রিয়া:
চসাস-এর সদস্য হতে আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ জুন ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র, বিস্তারিত নির্দেশনা ও অন্যান্য তথ্য পাওয়া যাবে সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজ ‘চট্টগ্রাম সাংবাদিক সংস্থা-চসাস’ থেকে।

আবেদনের সঙ্গে অবশ্যই সাংবাদিকতার প্রমাণস্বরূপ নথিপত্র, পরিচয়পত্র ও পূর্বে প্রকাশিত কাজের নমুনা সংযুক্ত করতে হবে।

যোগাযোগ:
মোবাইল (হোয়াটসঅ্যাপ): 01405-867487
ইমেইল: newsswapnerbangla@gmail.com
ওয়েবসাইট: www.chasas.com

চসাস বিশ্বাস করে, এই সদস্যতা কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের সাংবাদিক সমাজ আরও সুসংগঠিত, দক্ষ ও সম্মানিত হয়ে উঠবে।


প্রেস বিজ্ঞপ্তি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ