নিজস্ব প্রতিবেদক: শ্রমজীবি মানুষের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত,কক্সবাজার হোটেল,রেস্টুরেন্ট, বেকারী,সুইটমিট এন্ড কনফেকশনারি শ্রমিক ইউনিয়ন।
১৭ মার্চ বিকেলে শহরের নাপিতা পুকুর পাড়ে উন্মুক্তভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামাল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী মুহাম্মদ মুহসিন, সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দিন প্রমূখ। বক্তব্যে ঈদের আগেই শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার জোর দাবি জানান নেতৃবৃন্দ।
হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুর্চি'র সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু পরিমল,শ্রমিক নেতা রফিকুল ইসলাম, মুহাম্মদ আলী,এম এখলাসসহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা ২০ রমজানের পূর্বেই হোটেল রেস্টুরেন্টসহ সকল শ্রমজীবীদের রমজান মাসের বেতনসহ বোনাস প্রদান করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।
এসময় অনুষ্ঠানে দুই শতাধিক শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে স্হানীয় মান্যগণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ