রামুতে সম্পত্তি বিরোধে চাচাকে সেফটি ট্যাংকে ফেলে হত্যার চেষ্টা, ভিডিও ভাইরাল


নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামু উপজেলার ফতেকারকুল ইউনিয়নের শ্রীকুল এলাকায় পৈত্রিক সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে আপন ভাতিজার হাতে চাচাকে সেফটি ট্যাংকে ফেলে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীকুল এলাকার বাসিন্দা শাওন বড়ুয়া সম্পত্তি দখলের জের ধরে তার চাচা রণতোষ বড়ুয়াকে ঘর থেকে ধরে নিয়ে যান। পরে তাকে নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকে ফেলে হত্যা করার চেষ্টা করা হয়।

পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় রণতোষ বড়ুয়াকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

আহত রণতোষ বড়ুয়ার ছোট ভাই রুবেল বড়ুয়া অভিযোগ করে বলেন, “আমাদের সৎ ভাই সনতোষ বড়ুয়ার ছেলে শাওন বড়ুয়া কয়েকজন সন্ত্রাসী নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা চালায়। সে আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে সেখানে বাড়ি নির্মাণ করছে। আমরা রামু থানায় অভিযোগ করেছিলাম, এমনকি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশও হয়েছে। কিন্তু তারা কোনো বিচার মানেনি। আজ আমার ভাইকে ধরে নিয়ে নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকে ফেলে হত্যা করতে চেয়েছিল।”

তিনি প্রশাসনের প্রতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এ বিষয়ে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, "শ্রীকুল এলাকায় আপন ভাতিজার হাতে চাচাকে হত্যাচেষ্টার যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, আমরা সেটি আমলে নিয়েছি। ভুক্তভোগী পরিবার যদি থানায় এসে অভিযোগ দেয়, তাহলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ