মঙ্গলবার (৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভুক্তভোগীদের পরিবার অভিযোগ করে, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুকের মুখে অপহরণের শিকার ব্যক্তিদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাদেরকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর আলী খালী নামক গহীন পাহাড়ে আটকে রাখা হয়।
অভিযোগের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ের পাদদেশে বেশ কয়েকটি স্থান থেকে অপহৃত ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনার সময় অপহরণকারী চক্রটি যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে উদ্ধারকৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ দেশের উপকূলীয় এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে অপহরণ, চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী।
নৌবাহিনীর এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
0 মন্তব্যসমূহ