কোনভাবে থামানো যাচ্ছে না দুলাহাজারার বালু ইউসুফ কে!

নিজস্ব প্রতিবেদক: রুপ বদল করে মোহাম্মদ ইউসুফ এখন বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতা, এইসব রুপ বদল নেপথ্যে রয়েছে চকরিয়া ডুলাহাজারা ফকির খোলা এলাকা থেকে প্রতিনিয়ত কোটি টাকার বালি উত্তোলন বাণিজ্য । রাত দিন কয়েক শতাধিক শ্রমিক সহ ডাম্পার দিয়ে বালি উত্তোলন করে পরিবেশের ধ্বংস করে যাচ্ছে এই ইউসুফ। প্রতিরাতে বিশাল আকারের ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ীরা। পুলিশ স্বল্পতার সুযোগে এ কাজ করছে তারা। দিনের বেলা পুলিশের টহল থাকার কারণে বালু ব্যবসায়ীরা তেমন সুবিধা করতে পারে না। কিন্তু রাতে তারা স্বশস্ত্র অবস্থায় এই পাহাড়ে ড্রেজার বসায় এবং রাতভর বালু উত্তোলন করে। সারারাত ধরে ড্রেজার দিয়ে চলে বালু উত্তোলন যাচ্ছে । এতে ‘ধ্বংসের দ্বারপ্রান্ত’ দেশের অন্তম প্রাকৃতিক বন বালির পাহাড়। এই বালি কেখো ইউসুফের এখনই লাগাম টেনে না ধরলে আরো ভয়ংকর হয়ে উঠবে। পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ যেন তার কেনা গোলাম, এই বালু কেখোকে বিরুদ্ধে অভিযান না করে তাকেই প্রতিনিয়ত সুযোগ দিয়ে যাচ্ছে তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ