অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির ও ইফতার মাহফিল সম্পন্ন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা


নিজস্ব প্রতিবেদক: ১৪ মার্চ শুক্রবার সকালে কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ মুহসিনের সঞ্চালনায় শিক্ষা শিবির ও ইফতার মাহফিলে 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের আঞ্চলিক উপদেষ্টা মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলার অন্যতম উপদেষ্টা জাহেদুল ইসলাম, উপদেষ্টা এড. জাফর উল্লাহ ইসলামাবাদী। 

শুরুতেই দারসুল কোরআন পেশ করেন খানেকাহ জামে মসজিদের খতীব মাওলানা আব্দুস ছালাম হোছাইনী, বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি মুহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, অর্থ সম্পাদক জসিম উদ্দিন ও মোক্তার আহমেদসহ স্হানীয় শ্রমিক নেতৃবৃন্দ। 

শিক্ষাশিবির শেষে অগ্রসর কর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ