চট্টগ্রাম অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন (রেজি: ১৩০৯/৮৭)-এর ত্রি-বার্ষিক নির্বাচন নগরীর বাকলিয়া থানাধীন আর.কে.এস কনভেনশন হলে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৩টি পদে মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার সংখ্যা ছিল ৭৯৬ জন। সভাপতি: ছাতা প্রতীকে ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মনির হোসেন। সাধারণ সম্পাদক: হারিকেন প্রতীকে নির্বাচিত হয়েছেন মো. রবিন। তিনি সাইকেল প্রতীকের নুরুল বশরকে ১৩৯ ভোটে পরাজিত করেন।সহ-সভাপতি: শাহাবুদ্দিন। যুগ্ম সম্পাদক: গিয়াস উদ্দিন। সাংগঠনিক সম্পাদক: মো. মামুন। দপ্তর সম্পাদক: শাহ আলম ও অপু—দুজনেই ১৮৭ করে সমান ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ: আলমগীর ও আলফাজ আলী—উভয়ে ৩১৮ ভোট করে সমান পেয়েছেন। বিষয়টি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিটি বিবেচনা করবে। কার্যকরী সদস্য: আবু মুনছুর, মোহাম্মদ ফারুক, আফতাব ও সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. টিপু। উপ-পরিষদের সদস্য ছিলেন বাশার, জসিম উদ্দিন, মো. জসিম মিয়া এবং ফেডারেশনের নেতা মো. রহিম। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মুনছুর আলম। নির্বাচন পরিষদের চেয়ারম্যান মো. টিপু জানান, "সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।"
প্রেস বিজ্ঞপ্তি
0 মন্তব্যসমূহ