চীফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন মো. মনছুর আলম


নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলা থেকে প্রকাশিত নতুন সময়ের দৈনিক মেহেদী পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ সাংবাদিক মো. মনছুর আলম। সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মনছুর আলম এর আগে একই পত্রিকায় দায়িত্ব পালন করেছেন এবং পেশাগত দক্ষতায় সুনাম অর্জন করেছেন। 

পত্রিকার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মো. মনছুর আলমের যোগদান পত্রিকার সাংবাদিকতা বিভাগে নতুন মাত্রা যোগ করবে। তার অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকা পত্রিকার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 

মনছুর আলম সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি বাঁশখালী নিউজ এর প্রকাশক ও সম্পাদক, পরিকল্পিত বার্তা এর প্রধান সম্পাদক ও প্রকাশক, এবং কক্সবাজার বুলেটিন এর সম্পাদক ও অপারেশন বিভাগের দায়িত্বে রয়েছেন। তাছাড়া তথ্য ও গবেষণা ক্ষেত্রে কাজ করে আসছেন, তিনি চট্টগ্রাম সাংবাদিক সংস্থা'র তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

সাংবাদিকতা জীবনে তিনি অন্যায় ও অপরাধের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন। বিভিন্ন সময় অপরাধীদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ এবং প্রতিবাদ করায় তাকে মামলা-হামলার শিকার হতে হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেও তিনি তার নীতি-আদর্শে অটল থেকেছেন এবং সত্য প্রকাশে আপসহীন ভূমিকা পালন করেছেন। 

নতুন দায়িত্ব পেয়ে মো. মনছুর আলম বলেন, “দৈনিক মেহেদীর সঙ্গে আবার যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সত্য এবং ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকতা চালিয়ে যাব। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে পাঠকদের কাছে নির্ভুল ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে কাজ করে যাব।” 

পত্রিকার কর্তৃপক্ষ তার ভবিষ্যত সফলতা কামনা করেছে এবং তার নেতৃত্বে পত্রিকাটি পাঠকপ্রিয়তার নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। 

দৈনিক মেহেদী পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ