ভুক্তভোগী প্রতিবন্ধি সিরাজুল হক জানান, ডিসেম্বর মাসে তার বোন শাহাজান বেগম ফতেখাঁরকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলমের বিরুদ্ধে রামু থানায় ও ইউএনও কে বসতভিটা দখল-বেদখলের ঘটনা নিয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগ দেয়াকে কেন্দ্র করে গত ২৮ ডিসেম্বর শারীরিক প্রতিবন্ধী সিরাজুল হককে হামলা করেন ইউপি সদস্য দিদার। এ বিষয়ে তিনি পরদিন হামলার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি অভিযোগ করেন।
এনিয়ে গত ১৪ জানুয়ারি উভয়ই ইউএনও অফিসে সমাধানের জন্য উপস্হিত হয়। কিন্তু পরদিন দপে দপে আবারো সিরাজুলের উপর অমানবিক শারীরিক নির্যাতন চালিলে আহত করে ইউপি মেম্বার। আহত সিরাজুল হক রামু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
এবিষয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, জায়গাজমি সংক্রান্ত বিষয়ে তাদের বিবাদ হয়েছে। জায়গা জমি নিয়ে আমরা কোন সিদ্ধান্ত দিতে পারি না। তবে তাদের উভয়কে ঝগড়া বিবাদ না করে মিমাংসার পরামর্শ দিই। কিন্তু ওই জনপ্রতিনিধি তারপরও যখন প্রতিবন্ধীকে হামলার অভিযোগ আসছে তা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে তারা আইনী ব্যবস্হা নিলে বিষয়টা আমরা দেখব।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য দিদারুল আলমকে মুঠোফোনে কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
0 মন্তব্যসমূহ