প্রেস বিজ্ঞপ্তি:
সাবেক সফল রাষ্ট্র নায়ক মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ঘড়া ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলার রামুর কৃতি সন্তান মাহবুবুর রহমান। এ অর্জনে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি মারুফুল ইসলাম তালুকদার এবং সদস্য সচিব মোহাম্মদ আরিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মাহবুবুর রহমান বলেন, “জাতীয় ছাত্র সমাজকে আরও সুসংগঠিত করতে এবং কক্সবাজার জেলার বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠন বিস্তারে আমি সর্বদা কাজ করে যাব। পাশাপাশি, ছাত্র সমাজের অধিকার রক্ষায় ও তাদের কল্যাণে নিজেকে আজীবন নিয়োজিত রাখব।”
তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের মূলনীতি ও আদর্শ ধারণ করে ছাত্রদের মাঝে নেতৃত্ব বিকাশ এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি অবিচল থাকবেন।
মাহবুবুর রহমানের এই অর্জনে রামু ও কক্সবাজার জেলার জাতীয় পার্টি ও ছাত্র সমাজের নেতা-কর্মীদের মাঝে উৎসাহ বিরাজ করছে। আশাবাদী, মাহবুবুর রহমানের নেতৃত্বে জাতীয় ছাত্র সমাজ আরও শক্তিশালী ও গতিশীল হবে।
0 মন্তব্যসমূহ