সেচ্ছাসেবায় কাজের স্বীকৃতি সাবরিনার : পেলেন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরুষ্কার



সংবাদ বিজ্ঞপ্তি:

সেচ্ছাসেবক সাবরিনা সুলতানা  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি "সিপিপি স্বেচ্ছাসেবক সম্মাননা পুরষ্কার  -২০২৪"এ কক্সবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে আজ ২৪ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে ঢাকাস্থ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়াম হলে  নির্বাচিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক মহোদয়ও সিপিপি পরিচালক প্রশাসন,জনাব আহমুদুল হক।

 এ বছর সারা দেশের ৮০,০০০ স্বেচ্ছাসেবকের মধ্য থেকে বাছাই করে ৪২ জন নারীও ৪২ জন পুরুষকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হন সাবরিনা। 

পুরস্কার গ্রহণ করে সাবরিনা বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি আমার পুরো সিপিপি পরিবারের। দেশের মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব, এবং আমি চাই আমার এই অর্জন ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

 সাবরিনার পরিচিতি ও কাজের ধরন:

কক্সবাজার সদর উপজেলা ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছড়ার স্থানীয় বাসিন্দা বদিউল আলমের বড় মেয়ে, তিনি কক্সবাজার সরকারি কলেজের পলিটিক্যাল সায়েন্স বিভাগের একজন শিক্ষার্থী।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের একজন স্বেচ্ছাসেবক হিসেবে তিনি সেবা প্রদান করে আসছেন। এছাড়া, তিনি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত স্বেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির একজন সহ-কার্যকরী সদস্য হিসেবে দীর্ঘ ৫ বছর যাবত মানবতার সেবায় কাজ করছেন।

দীর্ঘদিন ধরে সিপিপির স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি সিপিপির একজন প্রশিক্ষক (মাস্টার ট্রেইনার)।

তিনি লিও ক্লাব অফ কক্সবাজার ফ্রিডমের একজন সক্রিয় সদস্য হিসেবে ব্লাড ক্যাম্পিং,বৃক্ষ রোপন কর্মসূচি,ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম,ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পিং,হাম রুবেলা ভ্যাকশিনেশন এবং  করুনাকালীন ভ্যাকসিন কার্যক্রম ও বিভিন্ন মানব সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন।

সাবরিনার স্বপ্ন ও অর্জন এক অনুপ্রেরণার গল্প, যা নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসার প্রেরণা দেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ