চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর একটি প্রতিনিধি দল। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে মেয়রের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতের শুরুতে চসাস নেতৃবৃন্দ মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারা নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে নগরীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "আমি নগরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। এই নগরী আমার একার নয়, এটি সবার। আমি সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের যৌক্তিক পরামর্শ ও মতামত নিয়ে নগরবাসীর জন্য উন্নত সেবা নিশ্চিত করতে চাই। চট্টগ্রামকে একটি স্বাস্থ্যসম্মত ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দিচ্ছি। স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজিয়ে নাগরিক সেবা আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছি।"
মেয়র সাংবাদিকদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা আমাদের সঠিক পথে পরিচালিত করে এবং সত্যকে উদ্ভাসিত করে। নগর উন্নয়নে আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমার কাজকে আরও সহজ করবে। আমি প্রতিশ্রুতিবদ্ধ যে, আপনাদের সহায়তায় নগরবাসীর সেবার মান আরও উন্নত করব।"
সাংবাদিক সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, "চট্টগ্রামকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য সাংবাদিক সমাজ জনগণের নির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেনের পাশে থাকবে। নাগরিক কল্যাণে মেয়রের সব ইতিবাচক উদ্যোগে আমরা সহযোগিতা করব।"
সাক্ষাৎকালে চসাসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ উদ্দিন, গাজী গোফরান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নিজাম উদ্দিনসহ আরও অনেকে।
প্রেস বিজ্ঞপ্তি
0 মন্তব্যসমূহ