চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় নির্মাণকাজে অনিয়মের প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ ডায়েরি পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি, জাতীয় ক্রাইম রিপোর্টাস সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান সাংবাদিক অরুপ চন্দ্রকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক এই নির্মাণ প্রকল্পের অনিয়ম নিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের পর, প্রতিবেদনের মাধ্যমে সেটি প্রকাশ করায় সিডিএ কর্মচারী লীগের যুগ্ম সম্পাদক মোঃ হারুন-উর-রশীদ সাংবাদিককে হুমকি দেন। আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ঘনিষ্ঠ সম্পর্ক দেখিয়ে বলেন, এই বিষয়ে প্রতিবেদক যদি আরও অনুসন্ধান চালান, তবে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। এ ছাড়া সিডিএ ভবনে কোনো সাংবাদিকের প্রবেশ নিষিদ্ধ করার হুমকিও প্রদান করেন তিনি।
সিডিএর নোটিশ অনুযায়ী, নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় আটতলা ভবনের জন্য অনুমোদিত নকশা লঙ্ঘন করে নয়তলা নির্মাণ করা হয়েছে। অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটির সীমানা নির্ধারণ, পার্কিং স্থান, এবং স্থাপত্য নিয়মাবলীর যে লঙ্ঘন হয়েছে, তা তদন্তে উঠে এসেছে। এছাড়া পার্কিংয়ের জায়গায় নবাব ভোজ রেস্তোরাঁর মতো বাণিজ্যিক কার্যক্রমও চালানো হচ্ছে। এ কারণে গত ১৩'ই আগস্ট কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও নির্মাণকাজ অব্যাহত থাকায় প্রশ্ন উঠেছে সিডিএর তদারকি কার্যক্রম নিয়েও।
এই প্রসঙ্গে চট্টগ্রামের প্রবীণ সাংবাদিকরা বলেন, গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশের পর এই হুমকি শুধু সাংবাদিকের নিরাপত্তার জন্যই নয়, দেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্যও বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। গণতান্ত্রিক সমাজে সাংবাদিকরা যখন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করেন, তখন তাদের পেশাগত নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রের ভূমিকা জরুরি। এ ধরনের হুমকি সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশের ওপর আঘাত হিসেবে গণ্য হয় এবং সত্য প্রকাশের পরিবেশে বিঘ্ন সৃষ্টি করে।
0 মন্তব্যসমূহ