চট্রলায় গণ-অধিকার পরিষদের (জিওপি)'র প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন


হৃদয় মুহুরী: গণ-অধিকার পরিষদ (জিওপি)'র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে চট্টগ্রাম বন্দর নগরীতে আনন্দ মিছিল, কেক কাটা ও সমাবেশের আয়োজন করা হয়। শনিবার (২৬শে অক্টোবর) বিকাল ৪ টায় নগরীর ফুসফুস খ্যাত সিআরবি থেকে আনন্দ মিছিল শুরু হয়ে, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে; জামাল খান প্রেসক্লাবের সামনে এসে মিছিল শেষ হয। পরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় পরিষদের সদস্য জসিম উদ্দিন আকাশ,চট্টগ্রাম মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন,যুগ্ম সম্পাদক জাকির হোসেন রাজু,সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, গণ-অধিকার পরিষদের অঙ্গ সংগঠন মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি এম.এ হাশেম,সাংগঠনিক সম্পাদক ওসমান গণি,দপ্তর সম্পাদক রিয়াজ শাহরিয়ার, অর্থ সম্পাদক এম.এ মামুন,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রান্ত বড়ুয়া'সহ প্রমুখ।

পরিশেষে, বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের পতাকাতলে সমাবেত হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে; উক্ত আয়োজনের সমাপ্তি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ