তুকে ৪০ টি বন মামলা দিব" রামুতে ব্যবসায়ীকে বাবা-ছেলের হুমকির অভিযোগ

বার্তা পরিবেশকঃ কক্সবাজারের রামুতে এক ব্যবসায়ীকে ৪০ টি বন মামলাতে ফাঁসানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। হুমকিদাতা আব্দু সালাম কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার নজু মিয়ার ছেলে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে চৌমুহনীস্থ একটি মিষ্টির দোকানে এই হুমকি দেয় বলে জানা যায়। দোকানের ম্যানেজার সাইফুল জানান, সকাল ১১টার দিকে দোকানে এসে মিষ্টি, নিমকি ও জিলাপি ক্রয় করে মূল্য পরিশোধ করে প্যাকেটগুলো দোকানে রাখে । ঘন্টাখানেক পর দোকানে এসে ওইসব মালামাল নিবেনা বলে টাকা ফেরত চায় । নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবে বলেছি বিক্রি হলে ওইসব মাল ফেরত নেয়া যায় না। এরপরে তারা তর্কে জড়িয়ে পড়ে ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে মারমুখি হয়ে হুমকি প্রদান করে। আল জিয়া সুইটস'র সত্ত্বাধিকারী আনোয়ারুল হক জানান, সকালে বেচা-বিক্রির বিষয়কে কেন্দ্র করে এই ঘটনার শিকার হতে হয়। বাবা-ছেলে দুজন মিলে আমার ও দোকানের কর্মচারীদের ওপর তেড়ে আসে। এসময় আব্দু সালাম হুমকিপ্রদান করে বলে (হুবহু অভিযোগদাতা আনোয়ারুল হকের ভাষ্য) "আমার ছেলে চট্টগ্রামে ছাত্র আন্দোলনের প্রধান। একটা কল দিলে পোলাপান এসে দোকানপাট ভাঙচুর করে ফেলবে। তুকে বনবিভাগের ৪০টি মামলা দিব। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবা-ছেলে উভয়ে অভিযোগ অস্বীকার করেন। ছেলে ফিরোজ বলেন, মিষ্টির তারিখ ছাড়া বিক্রি করায় তাদের সাথে আমাদের তর্ক হয়। প্রতিবেদক জানতে চাইলে, খোলা মিষ্টির তারিখ দিয়ে কোন স্থানে বিক্রি করা হয়? প্রতিউত্তরে সে বলেন চট্টগ্রাম সহ অনেকস্থানে বিক্রি করা হয়। আর এদিকে অভিযুক্ত আব্দু সালাম বনবিভাগের কেউ কিনা জানতে চাইলে তিনি উল্টো বলেন, সেটা বন বিভাগ কর্তৃপক্ষ থেকে জেনে নেন। আর ৪০টি মামলা দেয়ার হুমকি দেয়ার বিষয়টি অস্বীকার করেন। তখন প্রতিউত্তরে প্রতিবেদক বলেন, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং রেকর্ড আছে উল্লেখ করলে তিনি কৌশলে এই প্রশ্নের সত্যতা অস্বীকার করে এড়িয়ে যান। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আব্দু সালাম প্রতিনিয়ত বাকঁখালী রেঞ্জ এর বন বিভাগের ভিলেজার পরিচয় দিয়ে মানুষকে প্রতিনিয়ত হুমকি প্রদান করে থাকেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ