রেল লাইন নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণে ভয়ংকর অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন


নিজস্ব পরিবেশক: কক্সবাজার সদর ভারুয়াখালী আশ্রয়ন প্রকল্পের জমি মালিকের জমির প্রকৃত মুল্য না দেয়ায়  প্রতারণা,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলছেন ভুক্তভোগী ১০৮ পরিবার। ১৫ সেপ্টেম্বর বিকালে ভুক্তভোগী অসহায় এই পরিবার গুলো মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের দাবি তারা জমি পুরোপুরি টাকা না পাওয়ার পর্যন্ত ঘরে ফিরবে না।  তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বড় ধরনের অন্যায় করেছে। 

মৌজা রেইট অনুযায়ী প্রতি ৮ শতক জমির মুল্য প্রায় ৭ লক্ষ টাকা, তাদের প্রদান করেছে ৪ শতকের মুল্য মাত্র ১ লাখ ৬৬ হাজার। জেলা প্রশাসক ও রেল মন্ত্রণালয়ের কাছে তাদের বাকি টাকা দেয়ার দাবি জমি মালিক গংদের। 

মানববন্ধন কর্মসূচি টি আয়োজন করেছেন  ভারুয়াখালী আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত জমি মালিক গং।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ