গত ১৩ আগষ্ট কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার বার্তা পত্রিকায় ক্ষমতার সাথে বদলে গেছে সিএনজি স্টেশনের চাঁদাবাজির নিয়ন্ত্রক প্রধান শিরোনাম ও ডলফিন মোড় এখন যুবদল নেতা দিদারের নিয়ন্ত্রণে সাব-শিরোনামে প্রকাশিত সংবাদ টি আমার দৃষ্টিগোচর হয়েছে।
আসলে এটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন,আমার সাথে পূর্ব সূত্রেতার জের ধরে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দিয়ে একটি কূচক্রিমহল আমাকে এলাকায় মানসম্মান খুন্ন করতে চায়। এখানে কোন ধরনের চাঁদাবাজি হয়না, আর আমি একজন সাধারণ নিরীহ সিএনজি চালক।
আমি যতটুকু জানি
বর্তমানে লাইনটি দেখাশুনার জন্য এখানে দুই জন সেচ্ছাসেবী লোক রয়েছে। সকল সিএনজি চালকদের অনুরোধে মাত্র ১০টাকা করে টাকা নেওয়া হয়, ওই দুইজনের খরচ চালানোর জন্য।
এছাড়া আর কোন ধরনের টাকার লেনদেন হয় না এখানে। এই ১০টাকা করে নেওয়ার বিষয়টি সকলের সহযোগিতা ও সম্মতি রয়েছে। এর পরেও আমাকে জড়িয়ে একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন যড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করে, আমি এই বানোয়াট গভীর ষড়যন্ত্রমূলক সংবাদের তিব্র প্রতিবাদ করছি এবং সংশ্লিষ্ট প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি।
প্রতিবাদকারী
দিদারুল আলম
সিএনজি চালক
কলাতলী, কক্সবাজার
0 মন্তব্যসমূহ