কচ্ছপিয়া এলাকায় সন্ত্রাসী হামলায় একই পরিবারের গরুতর আহত ৪ জন

নিজস্ব প্রতিবেদক টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় পূর্ব সূত্রেতার জের ধরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪ জনকে গুরুতর আহত করেছে। ১৬ আগষ্ট শুক্রবার জুমার নামাজের আগে কচ্ছপিয়া এলাকার নৌকা ঘাটে এই ঘটনা ঘটেছে খবর পাওয়া গেছে। বর্তমানে আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এখানে দুইজনের অবস্থা খুবই আশাংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহতরা হলেন, কচ্ছপিয়া করাছি পাড়া এলাকার মোহাম্মদ হোসেন, তার পুত্র সোলতান আহমেদ, হোসেন আহমেদ ও রিয়াজ বলে জানাগেছে। হামলার শিকার হওয়া পরিবারের বক্তব্য সূত্রে জানাযায়, শুক্রবার সকালের দিকে স্থানীয় নৌকা ঘাটে জাফর আলমের পুত্র আব্দু রহিমের নেতৃত্বে ৮ থেকে ১০ জন লোকজন পূর্ব সূত্রেতার জের ধরে লম্বা কিরিচ,লোহার রড,লাঠি সোটাসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আগে থেকে ওৎ পেতে থাকেন। ওই সময় মোহাম্মদ হোসেন নৌকা ঘাটে আসলেই কোন কিছু বোঝার আগেই অতর্কিত হামলা চালাই তারা। পরে খবর পেয়ে তার ছেলেরা আসলে তাদের ওপরও অমানবিক পৈশাচিক, সন্ত্রাসী কায়দায় হামলা চালাই তারা। এই হামলার সাথে জড়িত ছিলেন একই এলাকার সোনা মিয়ার পুত্র আব্দু রহিম, তার ছেলে ইসুফ মিয়া,জাফর আলমের পুত্র জয়নাল, জাফর আলম, সোনা মিয়া (প্রকাশ বড্ডা সোনা মিয়ার) পুত্র হেলাল,হারুন, বেলাল,ফারুক, নুর মোহাম্মদ। ঘটনার ৪ দিন আগেও তারা মোহাম্মদ হোসেনের সাথে নৌকা ঘাটের নৌকা উঠানোর ঠেলা গাড়ির বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়, ওই দিনেও তারা মোহাম্মদ হোসেনকে হামলা করে। এই ঘটনায় ইউপি মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য লোকদের কাছে বিচারও ছিলো। তারা এটিকে তোয়াক্কা না করে এই ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে। আহতরা সবাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরাপত্তা ও বিচার দাবি করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ