দিল্লিতে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করেননি: রয়টার্সকে জয়

ডেস্ক নিউজ: সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি বলে জানিয়েছেন তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান।

জয় বলেন, আমার মা (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তাকে সে সময়টুকু দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু এ সময়ে আন্দোলকারীরা গণভবনের উদ্দেশে রওনা দেয়। আমার মা ব্যাগ গোছানোর সময়টুকু পর্যন্ত পাননি। আমি যদ্দূর জানি, সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সাবেক এই উপদেষ্টা বলেন, যদিও রাষ্ট্রপতি সেনাপ্রধান ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সংসদ ভেঙে দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে।
সজীব ওয়াজেদ জয় আরও বলেন, আওয়ামী লীগ দল হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। না হলে আমরা বিরোধী দলে থাকবো। তবে যা-ই হোক ভালো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ