নীলফামারীতে কারফিউ চলাকালে পাঁচ জুয়ারি আটক


মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, রংপুর ব‍্যুরোঃ

কারফিউ কে উপেক্ষা করে চারজন সরকারী কর্মচারী ও লেবার সর্দার জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ধরা পড়েন নীলফামারী সদর থানার অফিসারের হাতে। 


ঘটনাটি ঘটেছে নীলফামারী সদরের পুরাতন স্টেশনে। গত ২৫ জুলাই রাত সাড়ে আটটায় গোপন সংবাদ পেয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মো. তানভিরুল ইসলাম স্টেশনের রেল ঘুণ্টির সিগনাল ঘরে জুয়ারিদের থ্রি কার্ড খেলা অবস্থায় আটক করে সদর থানায় নিয়ে আসেন। 


আটককৃতরা হলেন স্টেশনের বুকিং সহকারী মো. আতিক,  সিগনাল ম্যান মো. কুরবান, গেটম্যান মো. সারোয়ার, নীলফামারী চিফ জুডিশিয়াল আদালতের জারি কারক মো. টুলু এবং স্টেশন লেবার সর্দার মো. জাহিদুল ইসলাম। 


এবিষয়ে নীলফামারী জেলা পুলিশ সুপার মো. মোকবুল হোসেন বলেন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এই খবর শহরে ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তবে পুলিশ কে বাহবা দিচ্ছেন জনগন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ