শফিকুল ইসলাম
..................
কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন হয়েছে। দিবসটি এই বছর ১০ বছর পূর্ন করে।
বুধবার একটি তারকামানের হোটেলের বলরুমে নিরাপদ মাসিক ব্যবস্থাপনার ওপর কিশোর-কিশোরী, অভিভাবক, শিক্ষক এবং অন্যান্য সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিসেফের ওয়াশ অফিসার সাজেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ কনিনিকা দস্তিদার, ইউনিসেফের ওয়াস ম্যানেজার মুছা দ্রামেহ, ইউনিসেফ এর ওয়াশ স্পেশালিস্ট জাহিদুল মামুন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডাঃ সুকন্যা প্রীতি, এনজিও ফোরামের প্রকল্প সমন্বয়কারী মোঃ মোশারফ হোসেন, হাইসাওয়ার প্রকল্প ব্যবস্থাপক এনামুল হক মন্ডল, আইডিই বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোঃ আরিফুল ইসলাম, নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম ও কিশোরী শারমিন আক্তার বক্তব্য রাখেন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ, বেসরকারি উন্নয়ন সংস্থা দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, আইডিই বাংলাদেশ, হাইসাওয়া, ওয়ার্ল্ড ভিশন, অক্সফাম, ভার্ক, এনজিও ফোরামের যৌথ উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়।
বক্তাগণ মাসিক দিবস উপলক্ষে মাসিক সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য তাদের প্রত্যাশা এবং করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। অনুষ্ঠানে কক্সবাজার জেলার প্রায় ৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন মেয়ে এবং ছেলে শিক্ষার্থী সহ প্রায় ২৫০ জন অংশগ্রহন করেন। এছাড়াও সকলে স্বাক্ষর করে আগামী ১ বছরের মধ্যে নিজেদের পরিবর্তনের জন্য অঙ্গিকারবদ্ধ হন।পরে মধ্যাহ্নভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
0 মন্তব্যসমূহ