বায়েজিদে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজি: সেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলা



গাজী গোফরান, (মহানগর) চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ থানাধীন কুঞ্জ ছায়া  আবাসিক এলাকায় মায়া ডোর হাউসে চাঁদা দিতে অস্বীকার করায় হামলার অভিযোগে সেচ্ছাসেবক লীগ নেতাসহ চার জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নজরুল ইসলাম নামের এক ভুক্তভোগী। 

৯ মে চট্টগ্রাম মেট্রোপলিটন ৩ নং আদালত মামলাটি আমলে নিয়ে শিল্প পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছে। 

মামলায় অভিযুক্তরা হলেন, বায়েজিদ এলাকার ইন্টারনেট ব্যবসায়ী ও সেচ্ছাসেবক লীগ নেতা রাজীব হোসেন (৩৫), মো. শাহীন (২৬), মো. জাহাঙ্গীর( ৪৫) ও নুর উদ্দিন প্রকাশ ভাণ্ডারী (৩৪).

মামলার বাদী মো. নজরুল ইসলাম বলেন, আমি সাত আট মাস আগে কুঞ্জ ছায়া আবাসিক এলাকায় একটি মায়া ডোর হাউস নামে একটি ফার্নিচারের দোকান চালু করি। অভিযুক্ত সেচ্ছাসেবক লীগ নেতা রাজীব হোসেন আমাকে এখানে দোকান করতে হলে ১ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে,  আমি রাজি না হলে গত ৪ মে রাত সাড়ে ১১ টার দিকে তার সাথে আরও কয়েকজন সাথে নিয়ে আমার দোকানে এসে টাকা দাবির পাশাপাশি আমাকে গাছের লাঠি দিয়ে মারধর করে দোকানের ক্যাশ হতে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সাহায্যে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পর আদালতে মামলা করছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ