বিশেষ প্রতিনিধি।
মানবাধিক কর্মীর আড়ালে কক্সবাজারের টেকনাফে নাফ পেট্রোল পাম্প নামের একটি প্রতিষ্টানে দিন দুপুরে সন্ত্রাসী হামলা চালিয়ে অর্থ লুটের অভিযোগ উঠেছে অভিযোগ রবিউল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এসময় প্রতিষ্টানের মালিক ও ম্যনেজারকে মারধর করে নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় প্রতিষ্টানের মালিক দিদার হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শুক্রবার বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার পানবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি কায়ুকখালী পাড়া এলাকার মরহুম মোহাম্মদ হোসেনের ছেলে এবং হিউম্যান এইড বাংলাদেশ নাম একটি কথিত মানবাধিক কমিটির টেকনাফ শাখার নেতা বলে পরিচয় দিয়ে থাকেন।
অভিযোগ পত্রের সূত্র ধরে জানাযায়, রবিউল হোসেন নামের এক ব্যক্তি পূর্ব শত্রুতার জেরধরে নাফ পেট্রোল পাম্পের মালিক দিদার হোসেন সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। তার সূত্র ধরে শুক্রবার দেশীয় বিভিন্ন অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় পূর্ব পরিকল্পিতভাবে নাফ পেট্রোল সার্ভিসের অফিস কক্ষে ঢুকে কর্মচারীদের মারধর করে ড্রয়ার থেকে আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এসময় অফিস কক্ষে কর্মরত মোঃ ইকবাল হোসেন (৫০), ও স্বপন বাবু (৬০) এর উপর হামলা চালায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পরবর্তী প্রাণ নাশ ও গুমের হুমকি দিয়ে স্টকে পড়ে।
এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিও ক্লিপস থেকে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
নাফ পেট্রোল সার্ভিসের মালিক দিদার হোসেন জানান, রবিউল হোসেনের সাথে নাফ পেট্রোল সার্ভিসের মালিকানা সংক্রান্ত বিষয়ে দ্বীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। বিষয়টি সামাজিক ভাবে নিস্পত্তি করতে ব্যর্থ হয়ে আদালত পর্যন্ত গড়ায়। সর্বশেষ আদালত দিদার হোসেন ও ইকবাল হোসেনের মালিকানা বৈধ বলে রায় দেয়। একই সাথে এই প্রতিষ্টানের কোন বিষয়ে রবিউল হোসেনের হস্তক্ষেপ ও প্রবেশাধিকার সম্পূর্ণ ভাবে নিষেধ ঘোষনা করে। এর আগেও সে কয়েক দফা হামলার চেষ্টা চালায়।
অভিযুক্ত রবিউল জানান, দিদার হোসেন ও ইকবাল হোসেন মিলে রবিউল হোসেনের মালিকানাধিন একটি মেশিন বিক্রি করে দেয়। বিষয়টি জানতে চাইতে গিয়ে হাতাহাতির সৃষ্টি হয়। ডাকাতির বিষয়টি জনতে চাওয়া হলে তিনি তার সম্মানী নিয়েছেন বলে জানান।
টেকনাফ মডেল থানার অফিসার ইঞ্চার্জ (ওসি) ওসমান গনি বলেন, এই ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
0 মন্তব্যসমূহ