হাজী মনজুর আলম কর্তৃক পূর্ব লারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জমি দান

প্রেস বিজ্ঞপ্তি ঃ কক্সবাজারের সু পরিচিত মানবিক ব্যক্তি হাজী মন্জুর আলমের নিজের একটি জমি ভবনসহ বাসটার্মিনাল এলাকায় পূর্ব লারপাড়া জামে মসজিদ কে ওকফ্ফা মূলে দানপত্র করে দেন। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব লারপাড়া সমাজ কমিটির সভাপতি জয়নাল আবেদীন লাভলু, সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন, ক্যাশিয়ার হেফাজ উদ্দিন, ঝিলংজা ১ নং ওয়ার্ডের মেম্বার ইউনুছ সহ অত্র সমজের সদস্যবৃন্দ। এ সময় পূর্ব লারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে হাজী মন্জুর আলমের পরিচালনাধীন মসজিদে এক লক্ষ টাকার একটি চেক প্রদান করা হয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ