দেশের উন্নয়নের সঙ্গী হোক ‘দেশ রুপান্তর’

 


নিজস্ব  প্রতিনিধি

সমাজের অসঙ্গতি, অবহেলিত মানুষের মনোবেদনা প্রকাশের পাশাপাশি  বস্তুনিষ্ঠ, গঠণমূলক ও সত্য প্রকাশে অবিচল থেকে দেশের উন্নয়নের সঙ্গী হবে  দৈনিক দেশ রুপান্তর এই আশাবাদ ব্যক্ত করে কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ( সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ) মো. রফিকুল ইসলাম বলেছেন , শুভ কামনা দেশ রুপান্তরের সাথে সংশ্লিষ্ঠ সকলের জন্য। নামের মতই পত্রিকাটি দেশকে রুপান্তরে কাজ করে যাবে আমার বিশ্বাস। আশা করছি পত্রিকাটি তাদের প্রতিবেদনের মাধ্যমে পাঠকের আরো কাছে পৌঁছে যাবে।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

দৈনিক দেশ রুপান্তর পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি তুষার তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. ইয়ামিন হোসাইন বলেন, ছোট ছোট শব্দে মনোমুগ্ধকর শিরোনাম দিয়ে পত্রিকাটি  আগের চেয়ে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধারা অব্যাহত রাখার পাশপাশি সমাজের নানা অসঙ্গতি, মানুষের সুখ দু:খের গল্প, পাওয়া না পাওয়ার হিসেবও পত্রিকাটি তাদের নিজস্ব ধারায় জনসম্মুখে ফুটিয়ে তুলছে। আগামীতে আরো ক্ষুরধার লেখনির মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া যাবে এমন আশাবাদ ব্যক্ত করছি।


আলোচনা সভায় কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম বলেন, দেশ রুপান্তর পত্রিকার পথচলার মাত্র ৫ বছর শেষ হয়েছে। এরই মধ্যে পত্রিকাটি লাখো পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। এভাবে সত্য প্রকাশে অবিচল থাকুক পত্রিকাটি।

আর কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল বলেন, খুব দেখে শুনে পত্রিকাটি আস্তে ধীরে পথ চলছে। এমন পথচলায় বলে দেয় দেশের সব ভালোর সাথেই থাকবে দেশ রুপান্তর।

এতে আরো উপস্থিত ছিলেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি সরওয়ার আজম মানিক, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এ এইচ এম সেলিম উল্লাহ,  দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর, একাত্তর টিভির জেলা প্রতিনিধি  কামরুল ইসলাম মিন্টু, এস এ টিভির আহসান সুমন,  দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওয়াহিদ রুবেল, দৈনিক বনিক বার্তার ছৈয়দ আলম, দৈনিক খবরের কাগজের মহিবুল্লাহ, ঢাকা পোষ্টের সাইদুল ইসলাম ফরহাদ, স্থানীয় পত্রিকার দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক নেজাম উদ্দিন, আমার সংবাদের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম, খোলা কাগজের জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, সিয়াম সোহেল, টিটিএন  এর আবদুর রশিদ মানিক, সাইফুল আফ্রিদি  সহ স্থানীয় সংবাদকর্মী ও গনমান্য ব্যক্তিবর্গ। আলোচনার সভার আগে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপস্থিতরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ