হোসনে মোবাস্শরা তুশি:
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে তরুণদের সংগঠন ইয়াসিদ। শনিবার কক্সবাজারে বিয়াম ফাউন্ডেশনের হল রুমে ২শতাধিক তরুণ ও শিশুদের উপস্থিতিতে এই অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে নতুন সাংগঠনিক বছরের কার্যক্রম পরিকল্পনা উপস্থাপন করা হয়।
এসময় আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সহকারী কমিশনার শামসুদ দৌজা, বলেন, তরুণদের সবসময় নির্দিষ্ট দক্ষতা অনুযায়ী সবসময় কাজ করতে হবে। যার মধ্যে ভাষার দক্ষতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যে যেই কাজে পারদর্শী সেই কাজের উপর নিজেকে প্রস্তুত করার কথাও জানান তিনি।
এসময় তরুণদের সমাজে ভূমিকা রাখার নানান বিষয় তুলে ধরেন ইয়াসিদ এর উপদেষ্টা ইফতেখার উদ্দিন বায়জিদ। সমাজ ও দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়েও আলোচনা করেন তিনি।
তরুণদের দক্ষতা উন্নয়ন,প্রজনন স্বাস্থ্য প্রশিক্ষন, শিক্ষা ও সঙ্গীতের মাধ্যমে ভাষা প্রশিক্ষণ, লিঙ্গ সমতার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ক্ষেত্রে গত চার বছর ধরে
নিজেদের ক্যারিয়ার গঠন করে সমাজের, দেশের কাজে নিজেকে নিয়োজিত করার প্রত্যয়ে ব্যক্ত করেন বক্ত্যারা।
পাশাপাশি যতটুকু কাজের সফলতা অর্জন করেছে ভবিষ্যতে তার ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান অন্যান্য
অথিতিরা।
তবে চার পেরিয়ে পাঁচে পা রাখার প্রত্যয় হিসেবে ৫০ জন সুবিধা বঞ্চিত দিয়ে শুরু করেছেন শিক্ষা কার্যক্রম এটি ৫শ ছাড়িয়ে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কাইসার হামিদ।
দূর্যোগে দূর্দিনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যারা অবদান রেখেছে তাদের সনদ ও ক্রেষ্ট বিতরন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শেষ হয়।
0 মন্তব্যসমূহ