খুরুশকুল ব্রীজে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

 


নিজস্ব প্রতিবেদকঃ 

কক্সবাজারের বাঁকখালী নদীর উপর নির্মিত কস্তুরাঘাট হয়ে খুরুশকুলের নতুন সংযোগ সেতুতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় একবৃদ্ধ নিহত হয়েছেন। 

সোমবার (২৬ ফেব্রুয়ারী) বিকেল ৪টার কিছু সময় পর ব্রীজের মধ্যবর্তী স্হানে এই দুর্ঘটনা ঘটে। 

কক্সবাজার শহর থেকে খুরুশকুলমুখী বেপরোয়া গতির মোটরসাইকেলটি রাস্তা হতে যাওয়া বৃদ্ধকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্হলে বৃদ্ধ সহ মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। পরে  আহত অবস্থায় পথচারীরা বৃদ্ধকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত হওয়া বৃদ্ধের পরিচয় এখনো জানা যায় নি। 

মোটরসাইকেলের দুই আরোহী কক্সবাজারের উত্তর নুনিয়াছড়া এলাকার মো: জাহাঙ্গীরের পুত্র বাবু ও একই এলাকার হাসানের পুত্র নুরুল বশর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ