নিজস্ব প্রতিনিধি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে দুইদিনের পরিদর্শনে কক্সবাজার আসছেন বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দূতাবাসের মিশনসমূহের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও তাদের প্রতিনিধিরা। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে এ পরিদশনে আসছেন কূটনীতিকরা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জনসংযোগ পরিচালক মীর আকরাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম থেকে বিকেল ৩ টায় কক্সবাজার পৌঁছে আইকনিক রেলস্টেশন পরিদর্শন করবেন এবং গণমাধ্যমের সাথে মতবিনিময় করবেন।
এর আগে সকাল ১১ টায় চট্টগ্রামের নেভাল একাডেমির ওয়েস্ট পয়েন্ট এবং কর্ণফুলী টানেল পরিদর্শন শেষে চট্টগ্রাম রেলস্টেশনে গণমাধ্যমের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ