রুজিনা আক্তার রুজি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কক্সবাজার জেলা সফরে আসেন। ১৬ ফেব্রুয়ারি, তিনি বিকালে আকস্মিকভাবে একটি সরকারী এবং একটি বেসরকারী হাসপাতাল পরিদর্শনের সিদ্ধান্ত নেন।
তাৎক্ষণিক ভাবে তিনি কক্সবাজার শহরের কেন্দ্রস্থলে ইউনিয়ন হাসপাতাল নামক একটি বেসরকারী হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ক্লিনিকের ম্যানেজারকে ধূমপানরত অবস্থায় পান, আই সি ইউতে বিশেষজ্ঞের পরিবর্তে সাধারণ চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ড এ নার্স এর এর বদলে মিডওয়াইফের উপস্থিতি দেখতে পান।
এছাড়া হাসপাতালটিতে সিটি স্ক্যানের অনুমোদন না থাকা সত্ত্বেও সিটি স্ক্যানের কার্যক্রম পরিচালিত হওয়ার বিষয়টি ধরা পড়ে।
এই বিষয়ে মাননীয় মন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), স্বাস্থ্য অধিদপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এছাড়া তিনি কক্সবাজার জেলা সহ সারা দেশের সকল বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স নবায়ন কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার নির্দেশ দেন।
মন্ত্রী উক্ত বেসরকারী হাসপাতালের আইসিইউ থেকে একজন সংকটাপন্ন রোগীকে তাৎক্ষণিকভাবে কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন।
পরবর্তীতে তিনি কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল অনির্ধারিত ভাবে পরিদর্শন করেন যেটা তার পরদিনের সূচির অন্তর্ভুক্ত ছিল।
পরিদর্শনকালে তিনি ইমারজেন্সি বিভাগ, মেডিসিন ওয়ার্ড, সিসিইউ, ৬০শয্যা বিশিষ্ট স্ক্যানু ইউনিটের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বর্তমানে উন্নয়ন সহযোগীদের পরিচালিত স্ক্যানু ইউনিটগুলোর ধারাবাহিকতা রক্ষার জন্য পরবর্তীতে সকল প্রকার সরকারী সাহায্যের আশ্বাস প্রদান করেন।
হাসপাতালের রোগীদের ঔষধ এর ট্রলি পরীক্ষা করে সকল ঔষধ সরকারী ভাবে সরবরাহ, সকল ল্যাব টেস্টের সুবিধা বিদ্যমান এবং সকল রেডিওলজি পরীক্ষার সুবিধা চালু দেখে মাননীয় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
0 মন্তব্যসমূহ