কক্সবাজারে দারুল আমান একাডেমী তে‌‌ সম্মাননা পেল ২৫ জন কোরআনি হাফেজ


আব্দুল আলীম নোবেল: কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য দীনি প্রতিষ্ঠান দারুল আমান একাডেমি কক্সবাজার'র ২৫ জন হাফেজ ও হাফেজাকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে ১৮৪ দিনে ১৮৪ ছবকে হাফেজা হন নয় বছরের আরোয়া তাহসিন সোহা। অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ রিদুয়ানুল হকের প্রচেষ্টায় সোহা কোরআনের হাফেজা সম্পন্ন করেন। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল ২টায় অত্র মাদ্রাসার হলরুমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল আমান একাডেমি  কক্সবাজারের পরিচালক মাওলানা হাফেজ হাশিম মাহমুদ। 

সহকারী শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় উদ্বোধনীয় বক্তব্য রাখেন,দারুল ঈমান ট্রাস্টের শিক্ষা বিষয়ক সম্পাদক সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার হাসেমীয়া কামিল মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা রহমত ছালাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী পিপিএম ,ড.নুরুল আবছার, মাওলানা মোহাম্মদ জাবের, মাওলানা মোহাম্মদ হাসান, মাওলানা রফিক বিন সিদ্দিক,

মাওলানা জিয়াউল হক , এ্যাড.রিদুয়ানুল কবির, মাওলানা  ইউনুস ফরাজি, মাওলানা  মোহাম্মদ শোয়াইব, মাওলানা মাহমুদ উল্লাহ, মাওলানা মোহাম্মদ সেলিম উল্লাহ,মাওলানা আইয়ুব নদভী, মাওলানা কারী আজিজ, মাওলানা নুরুচ সোবহান,

এতে আরো উপস্থিত ছিলেন  সহকারী শিক্ষক মোহাম্মদ হোছাইন, মাওলানা ক্বারী নাছির উদ্দীন, মাওলানা নুর মোহাম্মদ বারী, এম ইফতেখারুল ইসলাম জুয়েল, রফিকুল আলম,আজিজুল হক, মোহাম্মদ আবদুল্লাহ, জামাল উদ্দিন, 

মোঃ মোরশেদ হাসান,সাইমা ফারজানা, সাবেকুন্নাহার, জিন্নাত আরা, আসমাউল হোসনা, হাফেজ মোহাম্মদ হিজবুল্লাহ, হাফেজ শেখ সেলিম, হাফেজ শফিউল্লাহ, হাফেজ ছায়েদুল আমিন, জানে আলম জনি সহ প্রমূখ

এ সময় বক্তারা বলেন- ‘প্রতিটি সমাজে মানুষ গড়ার কারিগরদের মর্যাদা উচ্চাসনে অধিষ্ঠিত। বাংলা শিক্ষার পাশাপাশি দীনি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ দীনি শিক্ষায় আলোকিত একজন শিক্ষার্থী ইহকাল ও পরকালের উচ্চ আসনে অধিষ্ঠিত হবেন। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে অবদান রাখতে সন্তানদের  দারুল আমান মাদ্রাসায় ভর্তি করার অনুরোধ জানান বক্তরা। 

শিক্ষকরা প্রকৃত মানুষ গড়ে তুলার কাজ করে যান নিভৃতে। আর এই প্রকৃত মানুষরাই রুপায়িত হয় মানবসম্পদে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ