রোজিনা আক্তার রুজি।।
কক্সবাজার খুরুশকুল লামাজিপাড়া, বর্তমানে টেকপাাড়ার বাসিন্দা তারা দুই ভাই
প্রবাসী আল আমিন ও মোরশেদ একটি ভুমিদুস্য চক্রের পূর্বশ্রুতার জের ধরে মিথ্যা মামলায় কারাগারে রয়েছে। একই সাথে
মারধরের শিকার হয়েছে বৃদ্ধ অসহায় বাবা হাজী মনজুর আলমও।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কক্সবাজার খুরুশকুল লামাজিপাড়া একটি ভুমিদুস্য চক্র হুমায়ুন কবির,জুনাইদ,সাজেদুল করিম, জসিম উদ্দিন,খোরশেদ আলম, বদরুদ্দোজা, আরাফাত উদ্দিন, রেজাউল করিমসহ একটি ভুমিদুস্য দীর্ঘদিন ধরে খুরুশকুল লামাজিপাড়ার বাসিন্দা হাজী মনজুর আলমের পরিবারের উপর তাদের জমি জবর দখলসহ নানাভাবে নির্যাতন করে আসছে এই চক্রটি।
এ ঘটনার ধারাবাহিকতায়
গত ১৭ জানুয়ারি, আল আমিন ও মোরশেদ আলমের বাবা একটি মামলার বিষয়ে কক্সবাজার শহরে আসেন। আগে থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন মনজুর আলমের উপর হামলা করে,পরে আইনজীবী সহকারী ওই ঘটনাটি আল আমিন ও মোরশেদকে খবর দেয়। তারা ঘটনাস্থলে গেলেই তাদের উপর প্রতিপক্ষের লোকজন বেড়ক মারধর করে, মিথ্যা বানোয়াট অভিযোগ এনে পুলিশের হাতে তুলে দেন। তারা দুই ভাই বর্তমানে জেল হাজতে রয়েছে।
এই অসহায় পরিবারটি দীর্ঘদিন ধরে খুরুশকুলের এই খারাপ মানুষের নির্যাতনের শিকার হয়ে আসছে। তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত, এমনকি তাঁদের নির্যাতন সহ্য করতে না পেরে শহরের বসবাস করে আসছেন হাজী মনজুর আলমের পরিবার। তারা নির্যাতন, মিথ্যা বানোয়াট মামলা থেকে রেহাই পেতে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।
হাজী মনজুর আলম জানান, তার পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত তাদের প্রতিপক্ষের নির্যাতনের শিকার হয়ে আসছে অনেক দিন ধরে, তারা ন্যায় বিচার পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে কক্সবাজার সদর মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।।
0 মন্তব্যসমূহ