চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট র্যাব অফিসের বিপরীতে ফুলকফি প্রতীকের প্রার্থী বিজয় কুমার চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের নেতা- কর্মীদের সাথে ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফুলকপি প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থি বিজয় কুমার চৌধুরী কিষাণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচনী কার্যক্রম পরিচালনা কমিটির আহ্বায়ক নগর আওয়ামী লীগের সাংস্কৃতি সম্পাদক সাবেক কাউন্সিলর আবু তাহের ও নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা মহব্বত আলী খান, বায়েজিদ বোস্তামী থানা আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুন্নবী লেদু, ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাবুর রহমান, ৫ নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জননেতা জসিম উদ্দিন, রৌফাবাদ সি-ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন লিটন। নগর জাতীয় শ্রমিকলীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, চট্টগ্রাম হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাআলম হাওলাদার, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কালিম শেখ, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন রিপন, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সোহেল, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন সিএনজি শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস, চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক লীগের অর্থ-সম্পাদক হাজী মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আলী আজম, মোহরা ওয়ার্ড শ্রমিক লীগের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাত ও বিদেশী ষড়যন্ত্রের জালছিন্ন করে আগামী ৭ই জানিয়রী ২০২৪ ইং তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ত্যাগী নেতা বিজয় কুমার চৌধুরীর ফুলকপি প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য চট্টগ্রাম ৮ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ