জাফর আলম, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় শামলাপুর জব্বারিয়া শাহীন শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুমে এনজিও'র (আইওএম) উদ্যোগে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ অভিবাসন ও মানপাচার প্রতিরোধ নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন আইওএম কর্মকর্তা অমল বিশ্বাস, পাচার ও চোরাচালানের পার্থক্য নিয়ে বক্তব্য রাখেন, আইওএম কর্মকর্তা রিপন চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম,জব্বারিয়া শাহীন শরীফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, পরিবেশকর্মী আমীর মোহাম্মদ শাহজাহান, এনজিও (ইএসডিও) কর্মকর্তা নির্মল কুমার মজুমদার, নুর মোহাম্মদ, তুষার,মিলন আহমদ প্রমূখ। অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে বক্তারা সচেতনতামূলক বৃদ্ধি, সাধারন মানুষকে জনসচেতনতা, ভবিষ্যতে মানুষ মানব পাচার রোধ,অনিরাপদে স্থানে ঢেলে দেয়া প্রতিরোধে বক্তারা তুলে ধরেন। আইওএম কর্মকর্তা অমল বিশ্বাস বলেন, বিদেশ যাত্রা যাতে নিরাপদ হয় এবং কীভাবে একজন বিদেশ যাবে সেটা নিয়েই আজকের এই আলোচনা। তবে দক্ষ হয়ে বিদেশগমন করতে হবে অন্যথায় ঝামেলা হতে পারে। আমরা অনেকেই জানি না কীভাবে বিদেশ যেতে হয়। তাই সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে এসব জনবল দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।
.........
জাফর আলম, কক্সবাজার তাং ২০-১১-২০২৩ ইং,মোবা: ০১৮৫৫৩০৫৫৮৯.
0 মন্তব্যসমূহ