এক ঘণ্টার জন্য সহকারি প্রধান শিক্ষকের দায়িত্বে এনসিটিএফ এর মারিয়া জান্নাত সুহা।



বার্তা পরিবেশকঃ

কক্সবাজারে এক ঘণ্টার জন্য কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকের প্রতীকী দায়িত্ব পালন করেছেন জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন এনসিটিএফ কক্সবাজার জেলা কমিটির সদস্য মারিয়া জান্নাত সুহা।

আজ ৩১ অক্টোবর, মঙ্গলবার সকালে পালস বাংলাদেশের  সভাকক্ষে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সোহেল ইকবাল এর পদে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে "ক্ষমতায় সমানে সমান" শীর্ষক উক্ত গার্লস টেকওভার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্ল্যান ইন্টারন্যাশনাল,  ইয়েস বাংলাদেশ ও ইয়ুথ ফর চেঞ্জ এর সহযোগিতায় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ), কক্সবাজার জেলা কমিটি উক্ত কর্মসূচির আয়োজন করে। এসময় সহকারি প্রধান শিক্ষক  নব-দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সহকারি প্রধান শিক্ষকের প্রতীকী দায়িত্ব পালনকালে মারিয়া জান্নাত সুহা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া এবং শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি বন্ধু সুলভ আচরণ করার প্রতি জোর দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ কক্সবাজার এনসিটিএফ জেলা কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য যে, প্রতি বছরের মত এ বছরেও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল এর ক্যাম্পেইন "গার্লস টেকওভার" মেয়েদের ক্ষমতা ও সক্ষমতা নিশ্চিত করার একটি প্রচেষ্টা।

মেয়েদের সমান ক্ষমতা, সমান সুযোগ- সুবিধা দেয়া হলে তারা নিজেরদের জীবনের সাথে সমাজেও ইতিবাচক ভুমিকা রাখবে। টেকওভার একটা প্রতিকী অনুষ্ঠান, যার মাধ্যমে মেয়ে শিশুরা সিদ্ধান্ত গ্রহণের আসনে বসতে পারে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোরও নারীর ক্ষমতায়নে বিশ্বাস ফুটে উঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ