প্রতিবেদকঃশফিকুল ইসলাম
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব কক্সবাজারের সাবেক ডিসি আলী হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন দৈনিক কক্সবাজার ৭১ পরিবার। ২০ অক্টোবর সন্ধ্যার দিকে তারকা হোটেলে টিউলিপে তাঁর সাথে দেখা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রকাশ ও প্রধান সম্পাদক বেলাল উদ্দিন বেলাল, নির্বাহী সম্পাদক আব্দুল আলীম নোবেল,বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার সেলিম রেজা, সহকারী সম্পাদক আব্দুল আলীম ও স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম।
ওই সময় তিনি বলেন, দুই দিনের সরকারি সফরে কক্সবাজার এসেছেন, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করবেন। তার মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজে
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে
ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন' শীর্ষক প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন।
এছাড়া তিনি, পরিদর্শন করবেন
সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র।
বাংলাদেশের বালু ও খনিজ নিয়ে গবেষণা করে এবং বাংলাদেশের কক্সবাজার জেলার কলাতলীতে অবস্থিত। কক্সবাজার জেলার সমুদ্রসৈকত থেকে বালু উত্তোলনের জন্য এটির একটি পরীক্ষামূলক প্রকল্প রয়েছে।
সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্রের কাজের অগ্রগতির খোঁজ খবর নেওয়া কথা জানিয়েছেন সচিব আলী হোসেন। বাংলাদেশ ওসানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউটেও তিনি পরিদর্শন করবেন।।
0 মন্তব্যসমূহ