তারেকুল ইসলামঃ
সারাদেশের ন্যায় কক্সবাজারেও পালিত হচ্ছে সকাল সন্ধ্যা হরতাল। কক্সবাজার দূরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও বাকি সবকিছুই স্বাভাবিক রয়েছে। জেলার অভ্যন্তরে সকল যানবাহন চলাচলও অব্যাহত রয়েছে।
পর্যটকরাও সময় অতিবাহিত করছে স্বাভাবিকভাবেই।
এদিকে রোববার ভোর শহরের বাইপাস রোড, লিংক রোড, আলির জাহাল ও হলিডে মোড়ে টায়ার জ্বালিয়ে পিকেটিং এর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় দাঁড়াতে পারেনি বিএনপি জামায়াত।
সকাল থেকেই জেলা বিএনপি কার্যালয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে দেখা গেলেও বাইরে ছিলো পুলিশ মোতায়েন।
বিএনপি নেতারা বলছেন, কক্সবাজারের মানুষ হরতালে সমর্থন দিয়ে যানবাহন চলাচল বন্ধ রেখেছে পুলিশও তাদের সহযোগিতা করছে বলে দাবী তাদের।
এদিকে হরতালে নাশকতা প্রতিরোধে সকাল থেকে মাঠে রয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। কক্সবাজার প্রবেশদ্বার কলাতলী সহ মোড়ে মোড়ে অবস্থান নিয়ে মিছিল করেন কক্সবাজার জেলা ছাত্রলীগ।
আওয়ামী লীগ নেতাদের দাবী, বিএনপির হরতালে মানুষ অতীতেও সাড়া দেয়নি, ভবিষ্যতেও দিবেনা। পাশাপাশি ব্যবসায়ী এবং গাড়ি চালকসহ সাধারণ মানুষের নিরাপত্তায় সর্বদা পাশে থাকবে বলে জানান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এদিকে সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরজুড়ে টহলের পাশাপাশি ঝুকিপূর্ণ মোড়গুলোতে অবস্থান নেয় তারা। র্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন জানায়, কেউ যাতে হরতালের নামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে পাশাপাশি সব ধরণের নাশকতা প্রতিরোধে সর্বদা মাঠে থাকবে তারা।
এছাড়াও সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম ছিলো স্বাভাবিক।
0 মন্তব্যসমূহ