নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ২০২৩–২০২৫ দ্বি–বার্ষিক নির্বাচন চট্টগ্রামের পাহাড়তলী থানাপুলিশের উপস্থিতিতে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে এ কে খান আলী আজম সড়কে সংগঠনের নিজস্ব কার্যালয়েসম্পন্ন হয়। নির্বাচনে ১৮৬ জন ভোটারের মধ্যে ৯৭ জন তালিকাভুক্ত সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
শনিবার ১৪ ই অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাহাড়তলী থানাধীন এ কে খানের আলী আজম সড়কে সংগঠনেরনিজস্ব কার্যালয়ে একটি বুথের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা মো. শহিদুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনারহিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মোবিন, সোহাগ আরিফিন, ফৌজুল আজাদ চৌধুরী, দৈনিক স্বাধীন সংবাদপত্রিকার বিশেষ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, শাহ মোহাম্মদ ইমরান, সহকারী প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন, কাজী বেলায়েত হোসেন, পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এমকায়েস উদ্দিন, দেলোয়ার হোসেন। নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা তাদের সমর্থকদেরকে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান নির্বাচন কমিশনারের তথ্য মতে, কার্য নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ ৪টি পদে আজ নির্বাচন হয়েছে। তার মধ্যে সভাপতি পদে ৩নম্বর ব্যালটে ৫১ ভোট পেয়ে লায়ন মাওলানা মো. ইউসুফ নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দমিজান উল্লাহ সমরকন্দি ৩৮ পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন ১ নম্বর ব্যালটে ৪৮ ভোট পেয়ে নির্বাচিতএবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদ চৌধুরী পেয়েছেন ২৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ১ নং ব্যালটে জহিরুল ইসলাম বাবলু ৫২ ভোটপেয়ে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরাদ হোসেন বিপ্লব ৪০ ভোটে পরাজিত হন। অর্থ সম্পাদক পদে ১ নম্বর ব্যালটে রাজীবআহমেদ ৭০ ভোট পেয়ে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমাম হোসেন ইমাম ২৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এছাড়াও চারটিপদ ব্যতীত ১৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন– সিনিয়র সহ সভাপতি মো. বিল্লাল হোসেন, সহ–সভাপতি শাহাদাত হোসেন, শাহরিয়ার সুমন, যুগ্ম– সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, সহ–সাধারণ সম্পাদক নুরুল আমিনসোহেল, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সহ–সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, অর্থ সম্পাদক রাজীব আহমেদ,প্রচারসম্পাদক ঈসা মোহাম্মদ তৌকি তাজওয়ার, সহ–প্রচার সম্পাদক পদে মো. আসিফ খন্দকার, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামমামুন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কমান্ডার (অবঃ) মোঃ হারুন চৌধুরী, ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. নুর আযম রবিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ঝুমু আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা আক্তার রুপা, কার্যকরী সদস্য মাহমুদ হারুন, মো. ইব্রাহিম, মো. জসিম উদ্দিন, মো. বাবু আহমেদ, মো. মোশারফ হোসেন প্রমুখ ।
0 মন্তব্যসমূহ