আব্দুল আলীম নোবেল,
মহেশখালীর ৫ লাখ মানুষ দীর্ঘদিন ধরে ঘাটে হয়রানিতে ভুগছে। ঝড়, বৃষ্টি, রোদ থেকে রক্ষা পেতে এবং রোগী, মহিলা, শিশু ও বৃদ্ধদের বসার জায়গার জন্য দীর্ঘদিনের দাবি একটি পল্টুনের। সম্প্রতি বিআইডব্লিউটিএ একটি পল্টুন স্থাপন করে মহেশখালী জেটিতে। কিন্তু সেটি দড়ি কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে মহেশখালী পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এসব বেআইনি ও জনকল্যাণ বিরোধী কাজ বলছেন যাত্রী ও এলাকাবাসী।
এই বিষয়ে গত ১৩ সেপ্টেম্বর থেকে তিনদিনের সফরে কক্সবাজার মহেশখালী ফেরিঘাট ও ঘাট পরিদর্শনসহ ফেরি সার্ভিসের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে আলোচনা করার জন্য তিনি কক্সবাজার আসেন।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সাথে এই বিষয় নিয়ে দৈনিক কক্সবাজার ৭১ কথা বলেছে তাঁর সঙ্গে।
#কমডোর আরিফ আহমেদ মোস্তফা
সরকারের নীতিমালা ও গেজেট অনুযায়ী নদীর তীর বিআইডব্লিউটিএ এর। মহেশখালী জেটি ঘাটে যাত্রী পারাপারে খুবই দুর অবস্থা, স্থানীয় ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বিআইডব্লিউটিএ একটি পল্টুন নিয়ে আসা হয় মহেশখালী জেটিঘাটে।
তারা তো অঞ্চলিক নেতা, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি,এই জনপদের মানুষের দূঃখ না বুঝলে এটি তারাই বুঝবে। এখানে আমাদের করার কিছু থাকে না।
আপনারা জানেন,কক্সবাজারকে নদী বন্দর ঘোষণা করেছে, সে হিসেবে বিআইডব্লিউটিএ অনেক কাজের পরিধি বেড়েছে। আমরা জনগণের সেবা করতে চাই। বিআইডব্লিউটিএ বেশ কিছু পরিকল্পনা রয়েছে, জেটি থেকে টোল আদায় করা এখানে মূখ্য বিষয় নয়। এইটি নিয়ে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নিচ্ছে, যেমনটি সী ট্রাক চালু করার সিদ্ধান্ত রয়েছে। বিআইডব্লিউটিএ এর পক্ষে আদালতে একটি রায়ও পেয়েছে নদীর তীর হবে বিআইডব্লিউটিএ এর মালিকানাধীন। যারা নদীর তীরে অবৈধ দখলদার রয়েছে তাদেরকেও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
ঢাকা ও চট্টগ্রাম থেকে ড্রেজার আনা নেওয়া করা কষ্টসাধ্য, এই জন্য বাঁকখালী নদীসহ আশে পাশের এলাকায় প্রয়োজন মাফিক নদী ড্রেজিং করতে একটি ড্রেজারও রাখা হয়েছে।
#কমডোর আরিফ আহমেদ মোস্তফা
মাননীয় প্রধানমন্ত্রী টেকনাফ কক্সবাজারকে সাজাতে পর্যটনকে গুরুত্ব দিয়ে বিশেষ নজর রয়েছে, ইতোমধ্যে, টেকনাফ দমদম দমিয়া জেটি ঘাটে একটি পল্টুন বসানো হয়েছে, পর্যটকদের সুবিধার জন্য যেখানে আরো দুইটি পল্টুন বসানো হবে। একই সাথে কক্সবাজার খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের পশ্চিম পাশে বাঁকখালী নদীতে দুইটি জেটিঘাট করার পরিকল্পনা রয়েছে সরকারের। ৬ নম্বর জেটি ঘাটটি সৌন্দর্য বর্ধন সহ সংস্কার করা হবে। নুনিয়ারছড়া এলাকায় একটি ড্রেজার ভেইজ করার জন্য প্রস্তাব করেছি। যেটি ডিসি মহোদয়ও অবগত রয়েছে।
শহরের কস্তুরীঘাট এলাকায় আমাদের জেটি করার কোন পরিকল্পনা নেই।
ইতিমধ্যে বিআইডব্লিউটিএ ১৫ হাজার বৃক্ষরোপণ করেছে,আরো ৬০ হাজার বৃক্ষ রোপন করা হবে।
#কমডোর আরিফ আহমেদ মোস্তফা
দৈনিক কক্সবাজার ৭১সহ, সাগর মোহনা, বাকখালী নদীসহ বিভিন্ন এলাকার বালু উত্তোলনের বিষয়টি অবগত হয়েছি,দেখলাম দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার মাধ্যমে। এ বিষয়ে তদন্তপূর্ব একটি প্রতিবেদন তৈরি করতে উপ-সহকারী পরিচালক নয়ন শীলকে নির্দেশনা দেওয়া হয়েছে।।।
0 মন্তব্যসমূহ