মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, রংপুর ব্যুরোঃ
নীলফামারীতে জাতীয় ভিটামিন ' এ' প্লাস ক্যাম্পেইন -২০২৩ উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) বিকেলে সিভিল সার্জন অফিসের আয়োজনে নীলফামারী জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা: মো. হাসিবুর রহমান বলেন, এবারে জেলায় ৬-১১ মাস বয়সী মোট ৩১ হাজার ৩ শত ৯২ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী জেলায় মোট ২ লাখ ৭৫ হাজার ৬ শত ৫৩ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ১৫৪০ টি, সেচ্ছাসেবকের সংখ্যা ৩ হাজার ৮০ জন এবং ১ম সারির সুপারভাইজারের সংখ্যা ১ শত ৯১ জন।
এসময় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জল সহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ