দেওয়ান মুজিবুদৌলা জকি আর নেই


রংপুর ব‍্যুরো অফিসঃ

নীলফামারী জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদৌলা জকি আর নেই। 

আজ রবিবার দিবাগত রাত ৮.৫০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন  (ইন্নালিল্লাহি . . .  রাজিউন)। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাংক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার প্রথম জানাজা সকাল ১১.০০ টায় সৈয়দপুর টার্মিনাল দ্বিতীয় জানাজা দুপুর ২.৩০ মিনিটে ডাকবাংলো ঈদগাঁহ ময়দানে জানাযা শেষে ডাকবাংলো কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন নীলফামারী ২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, 

নীলফামারী জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আ. হাকিম, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি, ও সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন, ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান সিদ্দিকী ওপেল, সদস্য সচিব আবু তালেব, পৌর কর্মকর্তা কর্মচারী সমিতির সভাপতি গোলাম মোস্তফা, কৃষক লীগের সভাপতি ইয়াহিয়া আবিদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজহারুল ইসলাম, সাংবাদিক মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ