চির বিদায়ের সংবাদ পাওয়ার সাথে সাথে ঘরে বসে থাকতে পারেননি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। রমজান মাসের ক্লান্তি ভুলে জেলা শহর থেকে অনেক দুরের পেকুয়া এলাকায় গিয়ে মরহুম নেতার খাটিয়া কাঁধে নিয়েছেন মানবিক এই রাজনীতিবীদ। শুধু তাই নয়, মুজিবুর রহমানের এমন বিরল ভালবাসা দেখে জানাযায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা ছাড়াও অবাক হয়েছেন মরহুমের স্বজন এবং পুরো পেকুয়াবাসী।
এভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দিনরাত দলীয় সভানেত্রী শেখ হাসিনার অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণমানুষের প্রিয়নেতা মুজিবুর রহমান। তাইতো সকলে বালাবলি করছিলেন, এসব মানবিক কাজের মাধ্যমে হাজার বছর বেঁচে থাকবেন জনতার মুজিব।
উল্লেখ্য, মরহুম শাহনেওয়াজ চৌধুরী বিটু ১৯৭৩ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
0 মন্তব্যসমূহ