মো. সাদিকউর রহমান শাহ্ (স্কলার) রংপুর ব্যুরোঃ
নীলফামারী জাদুঘরের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত সমবায় ব্যাংকের সহকারী ব্যবস্থাপক এটিএম মুজিবর রহমান (৮৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৫ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে নীলফামারী জেলা শহরেরর মাস্টারপাড়ায় নিজ বাসভবনে বার্ধক্য জনিক কারনে তিনি মারা যান। মৃত্যুকালে মুজিবুর রহমান স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) বাদ যোহর জানাজা শেষে ডাক বাংলা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করার কথা রয়েছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারকে সমবেদনা জানিয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী, নীলফামারী- ২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সাংবাদিক ফোরাম নীলফামারী জেলা শাখার উপদেষ্ঠা এস এ প্রিন্স প্রমুখ।
0 মন্তব্যসমূহ