নিভৃতে চলে গেলেন পঞ্চগড়ের নিরবতার কবি শাহেদ শাফায়েত


মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ

ভাষার মাসেই নিরবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন নিরবতার কবি শাহেদ শাফায়েত। বুধবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দক্ষিন পাড়ায় নিজের বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর । 

তিনি ১৯৬৯ সালে জন্ম গ্রহণ করেন। তার পিতা : বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী, মাতা : রওশানারা বেগম। ছোটবেলা থেকেই লেখালেখি করতেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে তিনি কিছুদিন ঢাকায় থাকেন । ১৯৮৯ সালে তার প্রথম কাব্য গ্রন্থ ‘ কোরপাটেলিক’ প্রকাশিত হয়। 

প্রথম কাব্য গ্রন্থেই তিনি পাঠক প্রিয় হয়ে ওঠেন। তার কবিতায় স্বকিয়তা প্রকাশ পায়। ২০০১ সালে তার ‘ বালিঘর ও প্রতিটি ভোরের গান’ প্রকাশিত হলে তিনি দেশে বিদেশে পরিচিতি লাভ করেন। ২০২১ সালে প্রকাশিত হয় ‘ চরকা কাটার গান’ । তিনি নিভৃতচারী কবি ছিলেন । 

নিজের সক্রিয়তায় তিনি ছিলেন এক দৃষ্টান্ত। এই পল্লী কবির মৃত্যু অনেককে নাড়া দিয়েছে। তবে জীবদ্দশায় তিনি ছিলেন নীতিবান কবিতার পাশাপাশি তিনি নাটকও রচনা করেছেন তিনি অবিবাহিত ছিলেন ।  তার মৃত্যুতে পঞ্চগড়ের কবি সংস্কৃতি কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ