গত কিছুদিন আগে কক্সবাজার থেকে প্রকাশিত একটি ভুঁইফোড় অনলাইন মাধ্যম সেতু tv24.com নামে লাইক পেয়েছে আমার নামে ভূমিদস্যুতা ও টাকা না দেওয়ার অভিযোগ এনে একটি মানহানিকর সংবাদ প্রচার করেছে। সেটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আসল ব্যাখ্যা হল,
বিগত চার বছর আগে কলাতলী সৈকত পাড়ার বাসিন্দা হাবিবা ইয়াসমিন পপির কাছ থেকে, আমার বিপদের সময় অতি প্রয়োজন হওয়ায় আমি মোট ৩ লক্ষ টাকা হাবিবা ইয়াছমিন পপির কাছ থেকে নিয়েছিলাম। তার বিনিময়ে তাকে প্রতিমাসে ২৬০০০ হাজার টাকা করে সুদ দিতে হবে এমন চুক্তিতে আমি টাকা গুলি গ্রহণ করেছিলাম। কারণ আমার কোন উপায়ান্তর ছিলনা বিপদের সময়। (আমাকে সচেতন সমাজ মাফ করবেন)
এর বিনিময়ে আমার একটা জমির মূল কাগজ তাকে জামানত হিসেবে দিয়েছি।
এইভাবে প্রতিমাসে আমি বিগত ৩ বছর পর্যন্ত ২৬০০০ হাজার টাকা করে প্রদান করেছি। এই হিসেবে পপিকে বিগত তিন বছরে মোট ৯ লাখ ৩৬০০০ টাকা হাবিবা ইয়াসমিন পপিকে প্রদান করেছি। যেটির কাগজপত্রসহ সাক্ষী প্রমাণ আমার হাতে রয়েছে। তবে তার কাছে আমার জমির মূল কাগজ থাকায়, সেটাকে কাজে লাগিয়ে একটি সস্তা ফায়দা লুটতে চায়, সেটি আইনের চোখে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
এই সময়ের মধ্যে আমি তাকে সুদে-আসলে সব টাকা প্রদান করে ফেলেছি।
কিছুদিন হল টাকা দেওয়ার লেনদেন শেষ করেছি, এরপরে ওই পপি আমার কাছ থেকে আরো টাকা দাবি করে বসে,
চুক্তি মোতাবেক সকল টাকা পরিশোধ করলেও, সে লোভের বশবর্তী হয়ে আমার কাছ থেকে আবারো টাকা দাবি করেন।
আমি টাকা না দিলে, বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে বিভিন্ন লোকজন দিয়ে আমাকে হয়রানি করে, এমনকি সে থানা-পুলিশ পর্যন্ত আমার নামে বিচার দিয়ে হয়রানি করার চেষ্টা করে আসছে। এখনো পর্যন্ত সে আমার কাগজপত্র কিছু বুঝিয়ে দেয়নি।
পপির বানোয়াট বুদ্ধিতে কোন কাজ না হয় পরবর্তীতে, অনলাইন মাধ্যমে আমার নামে অপপ্রচার চালিয়ে হেয় প্রতিপন্ন করতে চাই, একই সাথে এলাকার কিছু নিরপরাধ সম্মানীয় লোকজনদের নাম ও ব্যবহার করছে সে।
যেটি অত্যন্ত গর্হিত এবং অমার্জনীয় অপরাধ করেছে এই পপি, আমি তার বিরুদ্ধে বিচার দাবী করছি। সে পেশায় একজন সুদি হিসেবে পরিচিত রয়েছে এলাকায়।
আমি কোন ধরনের কারো সম্পত্তি দখল করেনি, আমি নিজেই সম্পত্তি ক্রয় করে একটি সেমি পাকা ঘর করেছি। অথচ হাবিবা ইয়াসমিন পপি আমাকেসহ আরো বেশ কিছু লোকজনকে সে ভূমিদস্যুবানিয়ে চরম মিথ্যাচার করেছেন।
আমি এই ধরনের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও সংবাদের তীব্র প্রতিবাদ করছি। একই সাথে এই ধরনের মিথ্যা সংবাদ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।
প্রতিবাদকারী
রুবি আক্তার সৈকত পাড়া কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।
0 মন্তব্যসমূহ