প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ ২০ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টায় সাংসদের রামুস্থ বাস ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় এমপি সাইমুম সরওয়ার কমলকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত সদর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আরিফুল্লাহ নূরী, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েক আহমদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক মোস্তফা জামান চৌধুরী,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফায়সাল মাহমুদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ সায়েদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবছার কামাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রায়হান খান রাহাত, পরিবেশ বিষয়ক সম্পাদক হোসেন সুমন প্রমুখ।
এসময় সাইমুম সরওয়ার কমল বলেন, প্রেসক্লাবের সমস্ত নৈতিক কর্মকাণ্ডে আপনাদের পাশে আছি। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, কক্সবাজার জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকগণের সমন্বয়ে গঠিত সংগঠন সদর উপজেলা প্রেসক্লাবের ২য় মেয়াদের নির্বাচন ২০২৩ সালের ১৪ জানুয়ারি সম্পন্ন হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সাংবাদিক আরিফুল্লাহ নূরী ও সাংবাদিক নুরুল আলম সিকদার নির্বাচিত হন।
0 মন্তব্যসমূহ