নীলফামারীতে ৭০ পিছ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-২


মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, রংপুর ব‍্যুরো অফিসঃ
 

নীলফামারী ডোমার থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে নেশাজাতীয় ট্যাবলেট টাপেন্টাডল উদ্ধার এবং বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রাখায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন নীলফামারী ডোমার উপজেলার বেতগাড়া(পানা সরকার বাজার) মোঃ সামছুল হকের ছেলে মো: সামিউল ইসলাম(২১) এবং চিকনমাটি (পাঠানপাড়া) মোঃ সফিয়ার রহমানের ছেলে মো: রাব্বি ইসলাম(২৫)।  ২৮ জানুয়ারী/২০২৩ তারিখ বিকেলে ডোমার থানাধীন বোড়াগাড়ি ইউনিয়নের 

মাহিগঞ্জ বাজার হইতে  আসামী সামিউল এর নিকট ৪০ পিছ এবং আসামী রাব্বির নিকট হইতে ৩০ পিছ সর্বমোট ৭০(সত্তর)পিছ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামীদ্বয় নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রাখায় এস আই মো: আবু সাব্বির রাবুর অভিযোগের প্রেক্ষিতে ডোমার থানার মামলা নং-১২(০১)২৩ রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে মামলা সংক্রান্তে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ