বার্তা পরিবেশক ঃ ককসবাজার পৌরসভার ৭,৮,৯ নং এর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শিল্পী গোলাম মোর্শেদের স্ত্রী জাহেদা আক্তার ক্ষমতার অপব্যবহার করে অন্যের খতিয়ান ভুক্ত জমি দখল করে মাঠি ভরাট ও তড়িঘড়ি করে স্থাপনা নির্মান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জমি মালীক আহসানুল হক ককসবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় জাহেদা আক্তার কেন উক্ত জমিতে মাটি ভরাট করে স্থাপনা নির্মান করছেন তার সঠিক কাগজ পত্র তদন্তকারী কর্মকর্তার নিকট উপস্থিত হয়ে দাখিল করতে এবং উক্ত অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে স্থাপনা নির্মাণ বন্ধ রাখতেও নির্দেশ দিয়েছে পুলিশ।
জমি মালিকও ভুক্তভোগী আহসানুল হক কতৃক গত ১১ই জানুয়ারি ককসবাজার সদর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানা যায়, শহরের সাহিত্যিকাপল্লী এলাকায় ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের বাংলোর পাশে প্রায় ১০ গন্ডা জমি ১৯৯৫ সালে জৈনক সুলতান আহমদ গং ও মিয়া হোসেনের পুত্র শামশুল হক ( রুহুল আমীন সিকদারের বাবা) নামক ব্যাক্তিদের কাছ থেকে খরিদা সূত্রে মালীক হন। যার চলতি বছরের খাজনাও সহ যাবতীয় ভুমিকর পরিশোধ করা আছে।
এর পর থেকে তারা উক্ত জমির দেখভাল করে আসছেন। সম্প্রতি উক্ত জমি দখল করার কূ মানষে পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তারের নজর পড়ে। সেখানে তিনি দখলবাজ লোকজন নিয়ে প্রথমে রাতের আাধারে মাটি ভরাট করে। বিষয় টি জানতে পেরে জাহেদাকে বাধা দিলে জাহেদা সে বাধা অমান্য করে গতকাল দুপুরে স্থাপনা নির্মাণ করতে বাশও টিনের বেডা মজুদ করে। বিষয় টি জানতে পেরে ভুক্তভোগীদের পক্ষে বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমীন পুলিশের জরুরী সেবা ৯৯৯ এ অভিযোগ করে। পুলিশ অভিযোগ আমলে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় স্থাপনা নির্মানে বাধা দেয় এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় পরবর্তীতে স্থাপনা নির্মান বন্ধ করতে নির্দেশনা প্রদান করে। এছাড়া জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র নিয়ে তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করার নির্দেশনা প্রদান করে। বর্তমানে জাহেদা আক্তার তার লোকজন নিয়ে সেখানে সশস্ত্র অবস্থান করছে বলে জানা গেছে। এবং যে কোন মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হতে পারে তাই আইনশৃঙ্খলা রক্ষা ও আহসানুল হকদের জমিতে স্থাপনা নির্মাণ বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
0 মন্তব্যসমূহ