সাদিকউর রহমান শাহ্ স্কলার, রংপুর ব্যুরোঃ
নীলফামারী সদর উপজেলার দুহুলি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের “কম্পিউটার ল্যাব অপারেটর’ পদে লিখিত ও সাক্ষাতকার পরীক্ষার ব্যাপক অনিয়ম। সোমবার(১২ ডিসেম্বর) সকালে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই পদে লিখিত ও সাক্ষাতকার পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে দেখা “কম্পিউটার ল্যাব অপারেটর’ পদে ৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, দুহুলি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি উক্ত প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর। সরল মনের সভাপতি হওয়ায় তাঁর অসুস্থতাকে কাজে লাগিয়ে “কম্পিউটার ল্যাব অপারেটর’ পদে গোপনে সার্কুলার দিয়ে নামে মাত্র মনগড়া প্রার্থীদের অংশগ্রহন দেখিয়ে ওই পদে নিয়োগ দেয়ার পায়তারা চালাচ্ছে প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন।
নীতিমালা অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা থাকলেও তার কোনোটাই দেখা যায়নি কেন্দ্রে। দেখা যায় প্রার্থীর ছবি বিহীন প্রবেশপত্র। এতেই বুঝা যায় একজনের পরীক্ষায় অন্য জনের উপস্থিতি। বিষয়টি সভাপতি আব্দুল গফুরকে অবগত করলে তিনি প্রধান শিক্ষকের সাথে কথা বলতে বলেন।
প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বিষয়টি এড়িয়ে সমঝোতার কথা বলেন।
এব্যাপারে ডিজির প্রতিনিধি নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আশরাফী সাংবাদিকদের বলেন, এধরনের অনিয়ম হলে পরীক্ষা হবে না। মুঠোফোনে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, পরীক্ষার অনিয়ম হলে নিয়োগ বাতিল হবে।
0 মন্তব্যসমূহ