সাখাওয়াত হোসাইন:
কক্সবাজার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়া এলাকার বনভূমিতে নির্মাণাধীন অবৈধ ফাঁকা স্থাপনা উচ্ছেদে বন বিভাগের কর্মকর্তারা।
সোমবার (৪ এপ্রিল ) সকাল ১১টার দিকে রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।
পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান টগর জানান, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়া এলাকায় মোঃ মোস্তফা নামের এক ব্যক্তি বনের জমি দখল করে অবৈধভাবে ফাঁকা ঘর নির্মাণ করেন। আমরা কবর পাওয়া পর সামোয়াক কিছু অংশ ভেঙ্গে দিয়েছে। এই অবৈধ স্থাপনা সেই নিজ থেকে না ভাঙলে আমরা দুইটা রেঞ্জ একত্রিত হয়ে ভেঙ্গে দেওয়ার ব্যবস্থা করব পরে মামলা প্রক্রিয়াধীন চলে যাব।
এ সময় অবৈধ স্থাপনার মালামাল জব্দ করা হয়। বন বিভাগের এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ